সব

ভিশন ২০৩০ এর মাধ্যমে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে : ফখরুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 19th May 2017at 11:49 pm
39 Views

23

এস. এম. মনিরুজ্জামান মিলনঃ ভিশন ২০৩০ এর মাধ্যমে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার দাবি করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ফিরিয়ে নিয়েছিল। সেটা ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা নির্বাচন করে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত করে ভোট বিহীন সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। অতীতের সকল জড়তা, গ্লানি মুছে ফেলে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে চায়। সে কারণে দেশের মানুষের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ নির্ধারণ করেছেন। এই ভিশনে বিএনপির নেতাকর্মীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গড়ে উঠেছে যখনই যে দল ক্ষমতায় যায়, তখনই সে দল নির্বাচন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চায়। আওয়ামী লীগের ক্ষেত্রেই সেটি সবচেয়ে বেশি করে প্রযোজ্য।

মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, আমরা নির্বাচন চাই। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। সাম্প্রতিক যে অভিজ্ঞতা, যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়ে থাকে সেটি অবাধ নিরপেক্ষ সরকার হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমান, পৌরমেয়র মির্জা ফয়সল আমিনসহ আরো অনেকে।


সর্বশেষ খবর