গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরে হোসনে আরা (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গাজীপুর মহানগরের হরিণাচালা এলাকার বাড়ি থেকে ১৯ মে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হোসনে আরার লাশ তারা উদ্ধার করেন বলে জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোঃ মোবারক হোসেন জানান।
স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক হোসনে আরা ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার আহম্মদপুর এলাকার আবু তালামের স্ত্রী।পুলিশ কর্মকর্তা মোবারক জানান, তিন মেয়ে সন্তানের মা হোসনে আরা গাজীপুর থেকে পোশাক কারখানায় কাজ করতেন। তার সন্তানরা স্বামী সঙ্গে ময়মনসিংহে থাকতেন। এক মাস আগে হরিণাচালা এলাকায় ময়ফল বেগমের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন হোসনে আরা। স¤প্রতি তার স্বামীও ঢাকায় ফিরে আসে বলে জানান তিনি।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে অন্যান্য ভাড়াটিয়ারা হোসনে আরার ঘর বাইরে থেকে আটকানো দেখে তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করলে মৃত অবস্থায় হোসনে আরাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তালাম পলাতক রয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।