বিদেশে সাংবাদিকদের ওপর নজরদারির সিদ্ধান্ত প্রত্যাহার
স্টাফ রিপোর্টারঃ বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারির জন্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে যে নির্দেশনা দেয়া হয়েছিলো তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিকেশন মহাপরিচালকের (ডিজি) পাঠানো এক ইমেইলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলোকে বলা হয়: তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ১৭ মে’র নির্দেশনাটি প্রত্যাহার করা হচ্ছে।
ওই ইমেইলে আগের নির্দেশনাটি সমন্বিত সিদ্ধান্ত ছিলো না বলে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে গত ১৭ মে বলা হয়: যদি কোনো সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।
পরদিন (১৮ মে) এ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী’র দৃষ্টি আকর্ষণ করা হলে, নিজের জানা না থাকার কথা জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
বিদেশে অবস্থানর বাংলাদেশি মিশন গুলোকে দেওয়া ওই নির্দেশনায় আরও বলা হয়: সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সাংবাদিকদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য দিয়ে থাকে।