সব

আইপিএলের ফাইনালে মুম্বই ও পুনে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th May 2017at 8:10 pm
FILED AS: খেলা
41 Views

10

খেলা ডেস্কঃ ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) ১০ম আসরের ফাইনালে উঠলো মুম্বই ইন্ডিয়ানস ও রাইজিং পুনে সুপারজায়ান্ট।

শিরোপার লড়াইয়ে রোববার হায়দরাবাদের মাঠে মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের লড়াই শেষে এই দু’টি দল পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল।

এতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় তারা সেই লড়াইয়ে মুম্বইকে ২০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পুনে সুপারজায়ান্ট। আরেকটি সুযোগের অপেক্ষায় ছিল মুম্বই। এলিমিনেটরে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

সেই লড়াইয়ে হায়দরাবাদাকে হারায় কলকাতা। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্স। সেখানে শুক্রবার কলকাতাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে মুম্বই।

এতে এবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস ও পুনে সুপারজায়ান্ট। আইপিএলে এই প্রথমবার ফাইনালে উঠলো পুনে। আর ২০১০, ২০১৩ ও ২০১৬- এই তিনবার ফাইনাল খেলে মুম্বই। এরমধ্যে শেষ দুইবার শিরোপা জেতে তারা।

ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাটে গিয়ে বিপদে পড়ে কলকাতা। তারা ১৮.৫ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হয়। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বই।

মামুলি টার্গেট সামনে নিয়ে ৩৪ রানে তিন উইকেট হারায় মুম্বই। লেন্ডল সিমন্স ৩, পার্থিব প্যাটেল ১৪ ও আম্বাতি রাইডু ৬ রানে ফেরেন। তবে চতুর্থ উইকেটে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় তারা। রোহিত শর্মা ও ক্রুনাল পান্ডিয়া ৬.৪ ওভারে ৫৪ রান যোগ করেন।

রোহিত ২৬ রানে ফিরলেও ক্রুনাল ৮ চারে ৩০ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া কাইরন পোলার্ড অপরাজিত থাকেন ৯ রানে। এর আগে কলকাতার হয়ে সূর্যকুমার যাদব সর্বোচ্চ ৩১ ও ইশানক জাজ্ঞি করেন ২৮ রান।

 


সর্বশেষ খবর