সব

কানে নজরকাড়লেন ঐশ্বরিয়া রাই

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th May 2017at 8:15 pm
46 Views

11

বিনোদন ডেস্কঃ লালগালিচায় আরও একবার রুপের জাদু ছড়ালেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। শুক্রবার ৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেটেছেন এই বলিউড সুন্দরী । আর সেখানেই ‘রাজকন্যা’ হয়ে হাজির হয়েছিলেন বচ্চনবধু।

আসলেন, দেখলেন ও জয় করলেন। ঐশ্বর্য রাই বচ্চনের এবারের কান সফর সম্পর্কে এমনটাই বলা চলে। এই নিয়ে ১৬ বারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি।

হাতের কারুকাজ করা হালকা নীল রঙা বলগাউন পরে যখন হাজির হন, তখন মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত সুন্দর যেন ভর করেছিল তার উপর। ঐশ্বর্য লালগালিচায় এসে আলো ছড়াতেই ফটোগ্রাফাররা হুমড়ি খেয়ে পড়েন তার ছবি তুলতে। স্বভাবসুলভ রহস্যময় হাসি হেসে এই অভিনেত্রী পোজ দিতে থাকেন বিভিন্ন ভঙ্গিতে।

উড়ন্ত চুম্বন ছড়িয়ে দেন সবার মাঝে। ঐশ্বর্যের পোশাকটি মাইকেল সিঙ্কো ব্র্যান্ডের। এবারের কান উৎসবে সৌন্দর্য প্রসাধনী পণ্য লরিয়াল প্যারিসের শুভেচ্ছা দূত হিসেবে এসেছেন তিনি। এবারের কান উৎসবটি ঐশ্বর্যের জন্য বিশেষ। কারণ ২০০২ সালের ছবি ‘দেবদাস’ ১৫ বছর পর আবার উপস্থাপন করছেন তিনি। এবার তার সঙ্গে আছে পাঁচ বছরের মেয়ে আরাধ্য বচ্চনও।

 


সর্বশেষ খবর