সব

কোটালীপাড়ায় পল্লী বিদ্যুতের ভেলকি বাজি, এলাকা বাসি অতিষ্ট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th May 2017at 11:18 pm
37 Views

1

নাইমুল ইসলাম নাইমঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে এলাকা বাসি অতিষ্ট হয়ে পড়ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এই কোটালীপাড়া। দীর্ঘদিন যাবৎ এখানে পল্লী বিদ্যুত “এই আছে আর এই নেই” ভাবে চলছে। এতে উপজেলার সাধারন জনগনের জন-জীবন, স্কুল,-কলেজ পড়–য়া ছেলেমেয়েদের লেখাপড়া, কম্পিউটার-ল্যাপটপ, ওয়ার্কসপ, কল-কারখানা, চিকিৎসা ব্যবস্থাসহ জরুরি রুগিদের এক্সরে, ইসিজি আলট্রাসনো সহ বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার বিঘœ ঘটছে।

এতে পল্লী বিদ্যুত সমিতির কোন মাথা ব্যাথা নেই। এছাড়াও দুই-চার দিন পরপর মাইকিং করে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয় বিদ্যুৎ। তাতে অন্যান্য পেশার মত সাংবাদিকদের ও পেশাগত কাজ ও নিউজ সংক্রান্ত ব্যাপারে দারুন ভাবে বিঘœ ঘটছে। টিভি-ফ্রিজ কিনে ও মানুষ বিপদে পড়েছে। লক্ষ লক্ষ টাকার খাদ্য দ্রব্য, মাছ-মাংস ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর