সব

নরসিংদীতে মেঘনার উপর ব্রীজের নির্মাণ “দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে চরাঞ্চলবাসীর”

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th May 2017at 11:25 pm
53 Views

13

খন্দকার শাহিন: ভূমি অধিগ্রহণ ও অন্যান্য কিছু আইনী জটিলতার কারণে ব্রীজটির নির্মাণ কাজ ধীরগতীতে চলছিলো। তবে এসব মন্থর কাটিয়ে নরসিংদীতে মেঘনা নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। এ ব্রীজ নির্মাণে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর, নজরপুর, আলোকবালী ও চরদীগলদী ইউনিয়নের চরাঞ্চলবাসীর দীঘপ্রতিক্ষিত স্বপ্ন পূরণ মাত্র সময়ের ব্যাপার।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) নরসিংদীর অধীনে ৮০ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের কাজ প্রায় শেষের পথে। এ জেলায় অবস্থিত মেঘনা নদীর উপারে চরাঞ্চলের ৪ টি ইউনিয়নের প্রায় ১ লক্ষ ২৫ হাজার জণসাধারনের শহরের যোগাযোগের ক্ষেত্রে ব্রীজটি এক মাত্র চলাচলের পথ হিসিবে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ব্রীজের ৭৫টি গার্ডার এর মধ্যে ৫০টি গার্ডার এর কাজ ইতি মধ্যেই সম্পূর্ণ হয়েছে। এছাড়া ১৫টি স্ল্যাবের মধ্যে বেশ কয়েকটি স্ল্যাব নির্মাণসহ ব্রীজটির প্রায় ৮০% কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে ব্রীজের ব্যাপারে চরাঞ্চলের জনগনের মধ্যে ব্যাপক আশার আলো দেখা দিয়েছে, যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হলে ঐ এলাকায় অবহেলিত জণগনের জীবন মান উন্নত হবে বলে মনে করেন চরাঞ্চলবাসী।

এ ব্যাপারে এলজিইডি নরসিংদী’র নির্বাহী প্রকৌশলী ফজলে হাবীব জানান, ব্রীজটির নির্মাণ কাজ বর্তমান সরকারের ও নরসিংদী -১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অব:) নজরুল ইসলাম হীরু, অবহেলিত চরাঞ্চলবাসী জীবনমান উন্নত এ ব্রীজ নির্মাণের উদ্যোগ নেন। ইতিমধ্যে এলজিইডির মাধ্যমে ব্রীজের উপারে চরাঞ্চলের উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন ও জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় চরাঞ্চলের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটর্, কবরস্থান, শ্বশ্মান ও বিল উন্নয়নের জন্য এই টাকা খরচ হবে। রাস্তা উন্নয়নের জন্য ইতিমধ্যে কয়েকটি কাজের দরপত্র আহবান করা হয়েছে। বর্তমানে ৬৩০.০০মিঃ ব্রীজের নির্মাণ কাজ যে গতিতে এগিয়ে চলছে তাতে করে আগামী জুলাই-আগষ্ট মাসের মধ্যে মুল নকশা’র কাজ শেষ হবে এবং ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে যানবাহন চলাচল ও জনগণের চলাচলের জন্য উম্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা যায়।


সর্বশেষ খবর