সব

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই খালেদার কার্যালয়ে অভিযান: কাদের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 21st May 2017at 7:52 pm
40 Views

4

স্টাফ রিপোর্টারঃ বিএনপি মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার কার্যালয়ে অভিযানের সাথে গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন ফখরুল সাহেব। কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন, দফায় দফায় আমাদের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। আমাদের সিআরআই সিলগালা করে দেওয়া হয়েছে।

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, এটা কি গণতন্ত্র? রক্তাক্ত গণতন্ত্রের দৃষ্টান্ত কারা স্থাপন করেছিল? এখন বড় বড় কথা বলেন, গণতন্ত্রের নামে কি দৃষ্টান্ত রেখেছিলেন?

রবিবার ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের দপ্তর বিভাগের সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, শুধু অভিযান না, আমাদের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে পার্টি অফিসে। পার্টি অফিসকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। সেসব ভুলে গেছেন? তখন কি গণতন্ত্র ছিল? জনগণ সেটা ভুলে গেছে?

ওবায়দুল কাদের বলেন, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। এ নিয়ে বিতর্ক সৃষ্টির কিছুই নেই।

কাদের বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছেন, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

ওই সভায় আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার দপ্তর ও উপ দপ্তর সম্পাদকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 


সর্বশেষ খবর