সব

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 21st May 2017at 7:58 pm
47 Views

5

স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ রোববার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী‘র নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজ, ইকবাল হোসেন শ্যামল, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, সোহেল সরকার, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, অগণতান্ত্রিক সরকার বুঝে গেছে তাদের অন্যায় অনাচারের দিন শেষ হয়ে এসেছে। তারা ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার ও ভুলে গিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে তল্লাশীর নামে যে প্রতিহিংসার বহিঃপ্রকাশ করেছে তা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এই সব নাটক বন্ধ করতে হবে। না হলে কঠোর জবাব দিতে ঢাবি ছাত্রদল বাধ্য হবে।

এদিকে সকাল ৯টায় একই ইস্যুতে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা আরেকটি মিছিল বের করে। মিছিলটি রাজধানীর কাঁটাবন থেকে শুরু হয়ে পিজি হাসপাতালের বর্হিবিভাগের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি মো. আলমগীর কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক শাহ্নাওয়াজ, রিয়াদ মোহাম্মাদ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আল আমিন, মোহাম্মাদ হারুনুজ্জামান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিহাদুল ইসলাম রঞ্জু, রাশেদুল ইসলাম রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সোহেল, সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার যদি এধরনের আচরণ পুনরায় করতে চায় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের  সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দিবে।

 


সর্বশেষ খবর