সব

জং ধরায় ফেরত দেয়া হলো অলিম্পিকের ১৩০ সোনার মেডেল!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 21st May 2017at 8:21 pm
FILED AS: খেলা
37 Views

9

খেলা ডেস্কঃ রিও অলিম্পিক গেমসের কৃতি খেলোয়াড়দের দেয়া সোনার মেডেলে জং ধরায় এবং কালশিটে দাগ পড়ায় তা নির্মাতা সংস্থার কাছে ফেরত পাঠানো হয়েছে।

১৩০টি সোনার মেডেল নির্মাতা সংস্থা ব্রাজিলিয়ান মিন্টের কাছে ফেরত পাঠানো হয়েছে। রিও অলিম্পিক গেমস শেষ হওয়ার এক বছর পুরো হওয়ার আগেই সোনার মেডেল বিজয়ীদের এমন অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হতে হয়েছে। অবশ্য অলিম্পিক গেমসের আয়োজকরা এ ঘটনাকে তাদের ভাষায় পুরোপুরি স্বাভাবিক হিসেবে দাবি করেছেন।

রিও অলিম্পিক গেমসের জন্য মোট সোনার ৮১২টি মেডেল তৈরি করা হয়েছিল। এ ছাড়া, তৈরি হয়েছিল রূপার ৮১২ এবং ব্রোঞ্জের ৮৬৪ টি মেডেল।

 

এদিকে, চোখ ধাঁধানো উৎসবের মধ্য দিয়ে অলিম্পিক গেমসের শেষ হওয়ার পর এ উপলক্ষে তৈরি ব্রাজিলের ক্রীড়া কেন্দ্রগুলো দৈন্য দশায় পড়েছে।

 


সর্বশেষ খবর