সব

কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনা, গুরুতর আহত ১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 22nd May 2017at 1:23 pm
33 Views

 

42

ঈমুল ইসলাম নাইমঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মর্মান্তিক দূঘটনায় ১ জন গুরুতর আহত হয়।

জানা যায়, ২১ মে বিকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে, কোটালীপাড়া প্রানী সম্পদ দপ্তরের পূর্ব পাশে, বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুর- ন,১১-০০৩৯ নম্বরের একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে দূর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে এসে মিনি ট্রাক চালক, সদর থানার গোলাবাড়ি গ্রামের নারায়ন সরকারের ছেলে, প্রদিপ সরকার (৪০) কে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান।


সর্বশেষ খবর