বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার (১ জুন) বেলা দেড়টায় সংসদে বাজেট উত্থাপন শুরু করেন তিনি।
এটি বাংলাদেশের ৪৬তম বাজেট। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১১তম বাজেট প্রস্তাব।
বর্তমান সরকারের প্রথম মেয়াদে ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেন মুহিত। আর ২০১৭-১৮ মেয়াদে নতুন অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ব্যয় ধরা হয়েছে।
নতুন এ বাজেটে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বেশি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিশাল এই বাজেটে ঘাটতি ৫ শতাংশ ছাড়িয়ে যাবে। যা টাকার অঙ্কে ১ লাখ ১২ হাজার ২৬৬ কোটি টাকা।
এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ (শুক্রবার) বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
এ ছাড়া দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বেলা ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।