সব

সাহারা মরুভূমিতে গাড়ী বিকল, পানির তৃষ্ণায় নিহত ৪৪

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 2nd June 2017at 8:07 pm
69 Views

6

আন্তর্জাতিক ডেস্কঃ  উত্তর নাইজারে সাহারা মরুভূমিতে পানির পিপাসায় ৪৪ জন প্রাণ হারিয়েছে। যাত্রাপথে ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণা নিবারণের জন্য পানির অভাব হলে এ ঘটনা ঘটে। বেঁচে ফিরে আসাদের মাধ্যমে রেডক্রস সূত্রে বিবিসি এ খবর প্রকাশ করে।

বেঁচে ফিরে আসাদের মধ্যে ছয়জনই ছিলেন মহিলা, পরবর্তীতে তাঁরা প্রত্যন্ত গ্রামের দিকে চলে গিয়েছেন বলে জানিয়েছেন রেড ক্রসের কর্মকর্তা লাওয়াল তাহের। তারা জানিয়েছে যে, নিহতদের মধ্যে অনেক শিশুও ছিল।

নাইজেরিয়ার সংবাদ মাধ্যম সাহেলিয়ান সূত্রে জানা যায়, মরুভূমির মধ্য দিয়ে ঘানা এবং নাইজেরিয়ার কিছু নাগরিক ট্রাকে করে লিবিয়া যাওয়ার চেষ্টা করছিল।ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকার জন্য উত্তর আফ্রিকা থেকে লিবিয়া প্রবেশ করতে অভিবাসীদের জন্য প্রধানতম পথ এটি। প্রতিবছর হাজার হাজার অভিবাসী এ পথ পাড়ি দেয়।

রয়টার্স জানাচ্ছে যে, বিপদজনক এ পথ পাড়ি দিতে পিকআপ ঠাসা মানুষের জন্য অল্প কয়েক লিটার পানি সাথে করে নেয়া হয়। যার কারণে গাড়ি বিকল হয়ে বিপদে পড়ে যাত্রীরা এবং প্রায়ই সময় তৃষ্ণায় মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও লুঠপাটে সেইসাথে নিরাপত্তা কর্মীদের অভিযানে নিহত হয় অনেকে।

গত জুনে নাইজারের আলজেরিয়া সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে ২০ শিশুসহ ৩৪ জন অভিবাসীর লাশ পাওয়া যায়। চোরাচালানকারীরা প্রতারণা করে মরুভূমিতে ফেলে রেখে গেলে পরবর্তীতে তৃষ্ণার্ত হয়ে তাদের মৃত্যু ঘটে বলে জানা যায়। সূত্র: বিবিসি

 

 


সর্বশেষ খবর