বৃষ্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে বন্ধ
খেলা ডেস্কঃ জশ হ্যাজেল উডের শিকার হয়ে প্যাভিলিয়নের ফিরে গেছেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ম্যক্সওয়েলের হাতে তালুবন্দী হওয়ার আগে গাপটিল সংগ্রহ করেন ২৬ রান।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেন মার্টিন গাপটিল ও লুক রঞ্চি। দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ ৫.৪ ওভারে ৪০ রান তুলে নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ– ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রান। ক্রিজে অপরাজিত আছেন লুক রঞ্চি (২৪) ও কেন উইলিয়ামস (১৬)।
বৃষ্টির কারণে এখন খেলা বন্ধ আছে। ইংল্যান্ডের বিখ্যাত বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ড মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ড।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্নে ম্যক্সওয়েল, হেড, ম্যথু ওয়েড, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেল উড।