সব

১ লাখ টাকা যাদের আছে তারা যথেষ্ট সম্পদশালী: অর্থমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 2nd June 2017at 8:54 pm
46 Views

10

স্টাফ রিপোর্টারঃ ১ লাখ টাকার ওপরে যাদের সম্পদ আছে তাদেরকে যথেষ্ট সম্পদশালী মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তাই ১ লাখ টাকার বেশি টাকা ব্যাংকে রাখলে তার ওপর যে আবগারি শুল্ক ধার্য করা হয়েছে তা দিতে তাদের তেমন কোনো সমস্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এক লাখ টাকা পর্যন্ত আমরা কোনো আবগারি শুল্ক রাখছি না। এর বেশি যাদের টাকা আছে তাদের আমরা সম্পদশালী বলতে পারি। যদিও বিত্তবানের কোনো সংজ্ঞা নেই। তবে এর বেশি হলে তখন আমরা আবগারি শুল্ক রাখার প্রস্তাব দিয়েছি।

এসময় অর্থমন্ত্রী বলেন, অনেককে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ভ্যাট আরোপের ফলে পণ্যমূল্য বাড়বে না। পেনশনের জন্য বাজেটে আলাদা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

চালের বাড়তি দামের ব্যাপারে তিনি বলেন, চালের দামটা বেড়ে গেছে, সেটা কেউ অস্বীকার করবে না।

পাহাড়ি ঢলে আগাম বন্যায় ৭ জেলায় যে বিপর্যয় হয়েছে, সেই কারণে এমন দুরাবস্থা। তবে চালের যথেষ্ট মজুদ রয়েছে। ফলে একটা সময় চালের দাম কমে যাবে।

 


সর্বশেষ খবর