৬০ মিলিয়ন পাউন্ড দিয়ে সানচেজকে নিতে চায় ম্যান সিটি
স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল তারকা অ্যালেক্সি সানচেজের দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটি সানচেজকে পেতে ৬০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে চায় বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন বিক্রি করবেন না সানচেজকে।
এ মৌসুম শেষেই সানচেজের সঙ্গে চুক্তি শেষ হবে আর্সেনালের। তবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে চায় না ম্যান সিটি। ওয়েঙ্গার এখনি বিক্রি করতে না চাইলেও সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন সানচেজকে পেতে উদগ্রীব তারা।
আর্সেনালকে রাজী হলে সানচেজের জন্য থাকছে বেশ ভালো বেতন ভাতা। সপ্তাহে ৪ লাখ পাউন্ডের পাশাপাশি বোনাস, ইমেজ রাইটস থাকবে তাতে। মৌসুমের শুরুতে অবশ্য সানচেজকে নিতে পিএসজির আগ্রহের খবর বেরিয়েছিলো।
তবে পিএসজিতে রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে দলে নেয় নেইমারকে। সানচেজের ব্যাপারে চেলসির আগ্রহের গুঞ্জনও শোনা গিয়েছিলো। তবে স্পষ্ট করে সিটির প্রস্তাবই এলো।
আর্সেনালে আসার আগে অবশ্য ন্যু ক্যাম্পেই ছিলেন চিলিয়ান ফরোয়ার্ড। ২০১৪ সালে ৩১.৭ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছিলো ইংলিশ ক্লাব আর্সেনাল।
ইনজুরির কারণে এবারের মৌসুমের প্রথম ম্যাচে গানারদের হয়ে মাঠে নামতে পারেননি সানচেজ। তবে লিস্টার সিটি বিপক্ষে দলের ৩-২ গোলের জয় গ্যলারিতে বসে দেখেছেন তিনি।