সব

সিয়েরা লিওনে পাহাড়ধসে নিহত ৩২১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th August 2017at 4:48 pm
33 Views

আন্তর্জাতিক ডেস্কঃ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভারি বৃষ্টিপাতের পর পাহাড়ধসে ৩২১ জন নিহত হয়েছেন । এখনো বহু মানুষ মাটি চাপা পড়া স্বজনের লাশ খুঁজে বেড়াচ্ছেন।

ভূমিধসের সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ভূমিধসে অনেক বাড়ি ঘর মাটির নিচে চাপা পড়েছে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা এই পাহাড়ধসকে, কাঁদার নদী বলে অভিহিত করেন। ময়নাতদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছে, শহরের মর্গে ২০০ জনের লাশ এসেছে।

সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফো বলেন, সম্ভবত শত শত মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে আছে। ঘটনা এতটাই মারাত্মক যে আমি নিজেই ভেঙে পড়েছি। আমরা ওই এলাকা ঘিরে রেখে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি। এখনও অনেকে তাদের বাড়িতে আটকা পড়ে আছে।

সিয়েরা লিওনের এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যান্ডি রজার্স বলেছেন, পাহাড় ধসের কারণে ওই এলাকার ২ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।এতবড় দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বড় ধরনের মানবিক সহায়তার প্রয়োজন পড়বে।

উদ্ধার তৎপরতায় সেনা মোতায়েন করেছে পশ্চিম আফ্রিকার এই দেশটি। পাহাড়ি এলাকায় গাছ কাটার ফলে সিয়েরা লিওনে এ ধরনের পাহাড়ধসের ঘটনা বেড়েই চলেছে।


সর্বশেষ খবর