১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট
স্টাফ রিপোর্টারঃ ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট থেকে। চার দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৯ আগস্ট বিক্রি করা হবে ২৮ আগস্টের টিকিট। এরপর দিন ২০ আগস্ট বিক্রি হবে, ২৯ আগস্টের টিকিট। ২১ আগস্টে ৩০ আগস্ট এবং ২২ আগস্টে ৩১ আগস্টের টিকিট বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
এছাড়াও এবারের ঈদে বাসে অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ছয়টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে বিক্রি হবে।