বন্যা ও নদী ভাঙ্গনের কবলে মানিকগঞ্জ “শংকিত অসহায় সাধারন মানুষ
ফিরোজ আল মামুনঃ যমুনার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর,ঘিওর ও সাটুরিয়া উপজেলার অধিকাংশ এলাকা বন্যা কবলিত। পদ্মা ও যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া ও তিল্লি এই অঞ্চলের মানুষের দূর্ভোগের কমতি নেই। এখানকার মানুষের ঘর-বাড়ী, ফসলি জমি বিলিন হয়ে গেছে বন্যার পানিতে। গৃহছাড়া,চাল চুলোহীন মানুষগুলো পরিবার পরিজন ও গৃহপালিত পশু সাথে নিয়ে আশ্রয় নিয়েছে উচু রাস্তা। কোন কোন পরিবার আশ্রয় স্থান বেছে নিয়েছে আতœীয় স্বজনের বাড়ী।
মানবেতর জীবন যাপন চলছে বন্যা দূর্গতদের। নলক’প তলিয়ে যাওয়ায় সংকট বিশুদ্ধ পানির। দেখা দিচ্ছে নানা ধরনের রোগ। বন্যা দূর্গত অসহায় গরীব মানুষের অপেক্ষা কখন ফিরবে ভিটে-মাটিতে। আবার নদী ভাঙ্গনের কবলে শত শত ঘর-বাড়ী।
মুহূর্তের মধ্যে ভাঙ্গনের করাল গ্রাস গিলে নিচ্ছে বসতভিটা,চাষের জমি,স্কুল ও মাদ্রাসা। নদী ভাঙ্গনে গৃহহীন শত শত
মানুষ। বিনষ্ট ফসলী জমি, বিছিন্ন যোগাযোগ মাধ্যম, ব্যাহত শিক্ষা ব্যবস্থা দৌলতপুর উপজেলার চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়, বাজার ও প্রাইমারী স্কুল নদী গর্ভে বিলিন হয়ে গেছে। দূর্গগতদের আহ্ধসঢ়;বান সমাজের বিত্তবান ও সরকারের প্রতি যেন দ্রুত সহযোতিার হাত বাড়ান।