ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 17th August 2017at 8:15 pm
FILED AS: জেলা সংবাদ
37 Views
মোস্তাফিজুর রহমান উজ্জলঃ ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
ঝিনাইদহ সরকারি কে সি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলাকারী পলাতকদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।