সব

গাজীপুর সিটিতে কুকুরের জলাতঙ্কের টিকাদান কার্যক্রম শুরু ২০ আগস্ট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 17th August 2017at 8:19 pm
42 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে দ্বিতীয় রাউন্ড কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলামের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম. রাহাতুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মুঞ্জুরুল হক গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের কো-অর্ডিনেশন সেলের প্রধান প্রফেসর ডাঃ বেনজীর আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ আব্দুস সামাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন, জেনেটিক ডিজিসের ডিপিএম ডাঃ উম্মে রুমান সিদ্দীকী, গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ভেটেরিনারী অফিসার ডাঃ মোঃ সোহরাব হোসেন, কাউন্সিলর মোঃ খায়রুল আলম, কাউন্সিলর মোঃ আতাউর রহমান, কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, কাউন্সিলর এডভোকেট আঞ্জুমানারা প্রমুখ।

অবহিতকরণ সভায় সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, স্বাস্থ্য বিভাগ এবং প্রাণীসম্পদ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ডাক্তার, কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডাইরেক্টর, সিডিসি, উপ-পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক,
প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৫দিনব্যাপী কুকুরের টিকাদান (মাস ডগ ভ্যাকসিনেশন গউঠ) কর্মসূচি বাস্তবায়িত হবে। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

সভায় জলাতঙ্ক রোগ, এর প্রতিরোধ ও প্রতিকার এবং গাজীপুর সিটি কর্পোরেশনে দ্বিতীয় রাউন্ড ব্যাপক হারে কুকুরে টিকা প্রদান কর্মসূচি নিয়ে আলোচনা ও সকলের নিকট তথ্য পৌঁছানোর জন্য আহবান জানানো হয়। বক্তারা বলেন, কুকুর থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে না পারলে জলাতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগিতায় গাজীপুর সিটি করপোরেশন এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।


সর্বশেষ খবর