নড়াইলের পল্লীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নলডাঙ্গা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে হাতেনাতে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর পাওয়া গেছে।
আটককৃতরা হলো নড়াইল জেলাধীন দেবিপুর গ্রামের রবিউল খান (২২), রহিজ খান (৩৫), বিল্লাল খান (২৩) এবং জয়নগর গ্রামের ইমরান শেখ (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি সাটার গান, ১ রাউন্ড গুলি, ৩ টি রামদাসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ শেখ শমসের আলী জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার রাত ৪ টাদিকে তাদের অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ হাতেনাতে
আটক করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইলে ডাকাত, জঙ্গি, সন্ত্রাস, মাদকসহ কোন অপরাধেরই ঠাঁই নাই। এ সকল অপরাধ নির্মূলকল্পে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ আছে এবং থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।