সব

গাজীপুরে আবাসিক হোটেল থেকে যৌনকর্মী ও খদ্দেরসহ আটক ৯৪

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd August 2017at 10:46 pm
102 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা ও টঙ্গীতে অসামাজিক কার্যকলাপের
অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৪ জন যৌনকর্মী ও খদ্দের আটক করেছে পুলিশ।

২২ আগস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযান চালিয়ে চান্দনা চৌরাস্তার ঈশাখাঁ, হোটেল ড্রীমল্যান্ড, কোনাবাড়ির অতিথি, বনভোজন, এয়ার এন্টারন্যাশনাল, রেইনবো, মর্ডাণ, মুন, আবাসিক গোল্ডেন সান ইন্টারন্যাশনাল ও টঙ্গীর হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এবং স্বাগত হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৪ যৌনকর্মী ও ৫০ খদ্দেরকে আটক করে।

টঙ্গী থানা সূত্র জানায়, বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হবে।


সর্বশেষ খবর