ঢাকায় অবস্থানকারী নাগরিকদের ভ্রমণে সর্তকতা জারি করেছে যুক্তরাষ্ট্র
স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাসী হামলার আশংকায় বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের সর্তকতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল থেকে নাগরিকদের ভ্রমণে সর্তক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ঢাকা থেকে ফিরে আসার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ সর্তকতা জারি করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশি নিরাপত্তা বাহিনী আইএস, আল-কায়েদাসহ অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারপরও বারবার হুমকি ও সন্ত্রাসী কর্মকান্ডে মার্কিন দূতাবাস তাদের সকল নাগরিকদের কিছু কঠোর নিয়ম-কানুনের আওতায় এনেছেন। এই নিয়মের আওতায় মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার এখন পায়ে হেটে, সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশাতে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া কোনও খোলা জায়গায় এবং রাস্তার পাশে চলাচলও করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের জনবহুল কোনও স্থান ও অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছে।