বাংলাদেশ-নেপালকে যুক্ত করতে পশ্চিমবঙ্গে সেতু
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ও নেপালের মধ্যে সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপনে পশ্চিমবঙ্গে সেতু নির্মাণ করবে ভারত। চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগের পাল্টা হিসেবে ভারত আঞ্চলিক সংযোগ স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে এ সেতু নির্মাণ করা হবে।
সেতু নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। খবর ভারতের দৈনিক ডেকান হেরাল্ডের।
বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মেচি নদীর ওপর ওই সেতু নির্মাণ করা হবে।
এ সেতু পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পানিটাংকির সঙ্গে নেপালের কাকারভিটাকে সংযুক্ত করবে। দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৫ লাখ রুপি।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ নিয়ে এ অর্থায়ন করবে ভারত। বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা থেকে ভারত-নেপাল সীমান্তের ওই সেতুর দূরত্ব হবে মাত্র ৩৪ কিলোমিটার।