শিল্পী সমিতিতে মৌসুমীর বদলে আসছেন নিপুণ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটিতে অভিনেত্রী মৌসুমীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জায়েদ বলেন, ‘মৌসুমী আপা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবারের নির্বাচনে। কিন্ত তিনি দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করে সমিতির কাছে আবেদন করেছেন। তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তিনি আর সমিতিতে কোনো দায়িত্ব পালন করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সর্বসম্মতিতে নিপুণকে বাছাই করা হয়েছে।
সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা গেছে। আরো বেশ কয়েকজনের সদস্যপদ স্থগিত করা হতে পারে। চলচ্চিত্র পরিবারের ঘোষণা অমান্য করে শাকিব খানের সঙ্গে কাজ করায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পী সমিতি। ফলে সমিতিতে নির্বাচিত হওয়া কমল ও জাকিরও তার পদ হারাতে পারেন। তাদের জায়গায় দেখা যেতে পারে নতুন দুই মুখ।
উল্লেখ্য, ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন মৌসুমি। কিন্তু পরে তিনি সমিতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।