‘বিশ্ব একাদশে প্রতিনিধিত্ব করাটা বড় ব্যাপার, আমি গর্বিত’
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম টেস্ট ২৭ আগস্ট ঢাকায়।তার আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।
কথা বলেছেন টেস্ট সিরিজ নিয়ে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল অন্য খবর। পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাবেন তামিম। সে বিষয়ে সংবাদ সম্মেলনে কী বলেন টাইগার এ ওপেনার।
তামিম বলেন, “বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বড় ব্যাপার। এর জন্য আমি গর্বিত।”
আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর পাকিস্তান একাদশের হয়ে টি-২০ সিরিজে অংশ নেবে বিশ্ব একাদশ। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের বিশ্ব একাদশের স্কোয়াডে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, “ক্রিকেটিং ১০টা দেশ একটি পরিবারের মতোই। একজনকে না একজনকে তো সাহায্য করতেই হবে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে।”
এই আয়োজনকে চমৎকার আখ্যা দিয়ে এই ড্যাশিং ওপেনার আরও বলেন, “যদি তারা এই সিরিজটা সফলভাবে আয়োজন করতে পারে তাহলে সামনে আরও টিম পাকিস্তানে খেলতে যাবে। এই উদ্যোগ আরও আগে শুরু হলে ভালো হতো।”
২০০৯ লাহোরে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে ক্রিকেট খেলতে রাজি হয় না কোনো দলই।
সর্বশেষ পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ লাহোরে আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফাইনাল ম্যাচে বাংলাদেশ থেকে আনামুল হক বিজয় অংশ নেন।