কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রায় ১৫ শান্তিরক্ষী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে সেমুলিকি শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় জঙ্গি গোষ্ঠি অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স নামের একটি বিদ্রোহী গ্রুপ হামলা করেছে। কঙ্গোর সামরিক বাহিনীর পাঁচ সদস্যও হামলায় নিহত হয়েছেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষীদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা এটি। তিনি এই হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ কর্মকাণ্ডের সাথে সামিল করে অতি শীঘ্রই এর সুষ্ঠ তদন্ত করার জন্য কঙ্গোর প্রেসিডেন্টকে নির্দেশ জানান।
কঙ্গোর মনোস্কোর জাতিসংঘের মিশন প্রধান মামান সিদিকৌ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে বলেছেন, সন্ত্রাসী হামলার সমুচিন জবাব দেয়া হবে এবং দুষ্কৃতকারীদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।