সব

হৃদয় খান ও জান্নাতুল পিয়ার প্রেমের ঝর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th December 2017at 2:03 pm
141 Views

বিনোদন ডেস্কেঃ সঙ্গীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ‘প্রেমের সাগরে’ ভাসলেন মডেল-উপস্থাপক জান্নাতুল পিয়া!

সম্প্রতি হৃদয় খানের পরিচালনায় নির্মিত ‘প্রেমের সাগরে’ শিরোনামের একটি ভিডিওতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ক্যামেরাবন্দি হয়েছে তাদের এই প্রেম রসায়ন।

উল্লেখ্য, চলতি বছরের ভালোবাসা দিবসে অনলাইনে প্রকাশিত হয় হৃদয়ের ‘মেয়ে’ শিরোনামের অ্যালবামটি। যেখানে ছিল ‘প্রেমের সাগরে’ গানটি।

এটি লিখেছেন মিলন মাহমুদ। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটির নির্মাতাও তিনি। ১০ ডিসেম্বর হৃদয় খানের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হবে- এমনটাই জানিয়েছেন তিনি।

নতুন ভিডিও প্রসঙ্গে পিয়া বলেন, ‘গানের প্রতি আমার ভালো লাগা আছে। তাই মাঝে মধ্যে মিউজিক ভিডিওর মডেল হই। এবার হৃদয় খানের সঙ্গে তারই নির্দেশনায় কাজ করলাম।’

এর আগে চলতি বছর অরিন ও সাজ্জাদ স্বাধীনের গাওয়া ‘পরান পাখি’র মিউজিক ভিডিওতে মডেল হন পিয়া। মিউজিক ভিডিওর মডেল হিসেবে পিয়ার প্রথম কাজ হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ঝরা পাতা’।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উপস্থাপক হিসেবে কাজ করে অদক্ষ উপস্থাপনার জন্য দর্শকমহলে বেশ সমালোচিত হয়েছেন পিয়া।


সর্বশেষ খবর