লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা ও লিও ক্লাব অব ঢাকা দীপিকার উদ্দ্যেগে রিসিপসন,ইনডাকশন,ইন্সটলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা ও লিও ক্লাব অব ঢাকা দীপিকার উদ্দ্যেগে রিসিপসন,ইনডাকশন,ইন্সটলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃসাখাওয়াত হোসেনঃ লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা এবং লিও ক্লাব অব ঢাকা দীপিকার উদ্দ্যেগে ১৭তমরিসিপসন,ইনডাকশন, ইন্সটলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায়ঢাকার উত্তরায় অবস্থিত লেডিজ ক্লাবে ক্লাবের ২০১৭-১৮ এর সভাপতি লায়ন মেডাম ফারহানা আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারপারসন ছিলেন লায়ন স্যার মোঃ শেখ সাদী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন ডাঃশরিফুল ইসলাম রিপন পিএমজেএফ, বিশেষ অতিথি হিসাবে সদ্য-প্রাক্তন জেলা গভর্নর ওকাউন্সিল চেয়ারপার্সন লায়ন এম কে বাসার পিএমজেএফ, সম্মানীত অতিথি ছিলেন ১মভাইস জেলা গভর্নর লায়ন হাবিব হাসান পিএমজেএফ ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফকরুদ্দিন পিএমজেএফ ,উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ ৩১৫ এ ২ জেলার নেতৃবৃন্দ সহ অনান্য লায়ন্স স্যারসহ লিও সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা দীপিকার এডভাইজার লায়ন মেডাম ফাহমিদা আহমেদের নেতৃত্বে সুসংগঠিত লিওসদস্যবৃন্দ সহ উক্ত ক্লাবের অন্যান্য লায়ন্স স্যার/মেডামগণ ও ক্লাবের ডিরেক্টর ল্য়ান স্যার এএফএস রোওয়িছ আহমেদ ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।কুরআন তেলাওয়াতের পরই অনুষ্ঠানে উপস্থিত সকল লায়ন্স স্যার/মেডাম,লিওসদস্য,আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকলে দাড়িয়ে সম্মান প্রদর্শন পূর্বক উচ্চস্বরে জাতীয় সঙ্গীত পাঠ করেন।
জাতীয় সঙ্গীত পাঠের পর এক ঝাঁক তরুণীর দলীয় নৃত্য প্রদর্শন করার পরসম্মানিত লায়ন্স স্যার/মেডাম ও লিও সদস্যগণ লায়ন্স ক্লাবের বিধি মোতবেক শপথবাক্য পাঠসহ নবীন লায়ন ও লিও সদস্যদেরও শপথ বাক্য পাঠ করানো হয় ।
পরে ক্লাবের সকল লায়ন স্যার/মেডাম ও লিওদের পরিচয় করে দেন ক্লাবের ডিরেক্টর ল্য়ান স্যার এএফএস রোওয়িছ আহমেদ।এরপর সভাপতি লায়নমেডাম ফারহানা আহমেদ ও লিও ক্লাবের প্রেসিডেন্ট খালিদ মিরাজের নেতৃত্বে জেলার আমন্ত্রিত লায়ন ও লিও সদস্যগণ নবীন লায়ন ও লিওদের কোট পিন পড়িয়ে বরণ করে নেন ।
নবীনদের বরণের পর চার্টাড প্রেসিডেন্ট ও লিও ক্লাবের এডভাইজার লায়ন মেডাম ফাহমিদা আহমেদের সম্পাদনায় সম্পাদিত স্মরণিকা আমন্ত্রিত সকলকে প্রধান করা হয়।স্মরণিকা দেওয়ার পর ক্লাবের ২০১৭-১৮ এর ক্লাব ক্লাব সচিব হিসেবে ক্লাবের প্রতিবেদন কার্যক্রম উপস্থাপন করেন সম্মানিত ক্লাব সেক্রেটারী লায়ন স্যার মোঃ রফিক উজ্জামানদুলক।স্মরণিকা দেখে ও ক্লাব সচিবের প্রতিবেদন শুনে আমন্ত্রিত সকলের প্রশংসায়মুখরিত হয়ে উঠে পুরো লেডিস ক্লাব প্রাঙ্গন।
পরবর্তীতে আমন্ত্রিত সকলের উদ্দেশ্যে ক্লাবের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য নিয়ে আসেন উক্ত লায়ন্স ক্লাবের ও লিও ক্লাবের প্রধান নেতৃবৃন্দু ।সকলের বক্তব্যের মাঝে বিশেষ ভাবে ফুটে উঠে ২০১৭ সালের ৪ঠা বছরের ডিসেম্বরপর্যন্ত ক্লাবের কার্যক্রমের মধ্যে অন্যতম বন্যা কবলিত দিনাজপুরে চারবার ও সিরাজগন্জে দুই-দুইবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি, বিএলএফ এর ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা ও মেডিকেল চেক আপ কর্মসূচি ও উত্তরখানে অবস্থিত বৃদ্বা আশ্রমে খাবার সামগ্রী প্রদান,৬ই অক্টোবর জেলা কর্তৃক আয়োজিত র্যালিতে ক্লাবেরসকল লায়ন স্যার/মেডাম ও লিও সদস্যগণ অংশগ্রহণ করেন,টঈীর মরকুনে একটিফ্যাক্টরিতে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা সহ দুপুরের খাবার বিতরণসহ ফ্যাক্টরীর আঈীনায় বৃক্ষরোপণ করা,রহিঙ্গাদের সাহায্যের জন্য জেলা গভর্নর এর তহবিলে ক্লাবের পক্ষ থেকে৫০,০০০ টাকা অনুদান প্রধান,উত্তরা তুরাব বিদ্যা নিকেতন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দূর্ঘটনা এড়াতে লিফলেটবিতরণ করা,ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে ব্লাড ডোনেশন কর্মসূচির মাধ্যমে ৬২ ব্যাগ রক্তসংগৃহীত করা সহ আগামী দিনের সেবা কার্যক্রম ও লায়ন জেলা কর্তৃক আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহণ।
আমন্ত্রিত অথিতিগণ বক্তব্যের মাঝে ফুটে উঠে বিগত বছরে ক্লাবের কার্যক্রম অব্যাহত রাখার জন্য উক্ত ক্লাবের আইপিপি লায়ন মেডাম পারভীন আক্তার ও বর্তমান সভাপতি লায়ন মেডাম ফারহানা আহমেদকে বর্তমান ও আগামী দিনেরকর্মসূচি গ্রহণ ও সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসাসহ শুভ কামনা ব্যক্ত করেন।এছাড়াও লায়ন্স স্যার/মেডামগণ সম্মানিত জেলা গভর্নরের নিকট মোটা অংকের অর্থ অনুদান প্রধান করায় সকলের প্রশংসা কুড়ান।
পরিশেষে রাতের প্রীতিভোজে ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের অনুরোধ করে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করায় সকলকে আন্তরিক ধন্যবাদ,শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি লায়ন মেডাম ফারহানা আহমেদ।