সব

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক বাতিল আব্বাসের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th December 2017at 2:33 pm
121 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আসন্ন পূর্বনির্ধারিত বৈঠক বর্জন করেছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজেদ আল খালিদি শনিবার এ বিষষ নিশ্চিত করেন।

খালিদি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে কোন প্রকার বৈঠক হচ্ছে না কারণ আমেরিকা সকল প্রকার সীমা অতিক্রম করে ফেলেছে।

কর্মকর্তা আরও বলে , মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে মাহমুদ আব্বাস এ সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১৯ ডিসেম্বর মাইক পেন্সের ইহুদিবাদী ইসরাইল ও জর্দান নদীর পশ্চিম তীর সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ফিলিস্তিনি সরকারের বৈঠকের কথা ছিল।

ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পরে আমেরিকার সাথে ফিলিস্তিনিদের সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। ঘোষণার পরেই মাইক পেন্সের সাথে বৈঠক বাতিলের কথা উঠলে মাহমুদ আব্বাসকে সতর্ক করে দেয় ট্রাম্প।

কিন্তু ট্রাম্পের ঘোষণা ফিলিস্তিনিদের জাতিসত্তার উপর আঘাত হানলে মাহমুদ আব্বাস অবশেষে বাধ্য হয় বৈঠক বাতিল করতে।

এদিকে ট্রাম্পের এই অযাচিত ঘোষণার পরপরই ব্যপক সংঘর্ষে লিপ্ত হয় ফিলিস্তিন এবং ইসরাইল। এ পর্যন্ত সংঘর্ষে ২ জন নিহত ও সহস্রাধিক আহত হয়।

এদিকে মিশরের কপটিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ দ্বিতীয় ট্যাওয়াড্রোসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তিনি চলতি মাসের শেষের দিকে কায়রোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্সের সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন।

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি আহমাদ আল-খতিবও ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে মাইক পেন্সের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন। আগামী ২০ ডিসেম্বর কায়রোয় মাইক পেন্সের সঙ্গে সঙ্গে আহমাদ আল-খতিবের বৈঠক হওয়ার কথা ছিল।


সর্বশেষ খবর