উত্তরার নাটোর টাউয়ারে আগুন
ফাইল ছবি
আমারবাংলা ডেস্কঃ রাজধানীর উত্তরার নাটোর টাওয়ারে শনিবার রাত ১২ টায় ১৫ তলা ভবনের ৪র্থ তলায় স্বপ্না রেস্টুরেন্টে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হক আমার বাংলাকে বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধোয়ার কারণে আগুন নেভাতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফায়ার কর্মীদের।
মাহমুদুল হক জানান আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।