সব

ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমকে ঘোষণার আহ্বান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 11th December 2017at 9:36 am
125 Views

 

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এবার পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দাবি করেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রত্যাহার করা উচিত।

কায়রোতে এক জরুরি বৈঠকের পর আরব লীগের তরফ থেকে বলা হয়েছে, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্যও তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননের রাজধানী বেইরুতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীরা দূতাবাস অভিমূখী এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে এবং জল-কামান নিক্ষেপ করে।


সর্বশেষ খবর