আইইউবিএটি এবং ঢাকা ব্যাংক এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর
মোঃ সাখাওয়াত হোসেনঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (IUBAT) এবং ঢাকা ব্যাংক এর সাথে সোমবার, ১৮ই ডিসেম্বর ২০১৭ ইং সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইইউবিএটি এর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং ঢাকা ব্যাংকের পক্ষে মহাপরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব সাইদ মাহবুবুর রহমান সমঝোতায় স্বাক্ষর করেন।
আইইউবিএটি এর কনফারেন্স হল-এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সমঝোতা চুক্তি অনুযায়ী শিক্ষার্থী ও অভিভাবকগণ দেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান করতে পারবে। আইইউবিএটি ও ঢাকা ব্যাংকের মধ্যে এই প্রথম কোন ব্যাংকের সাথে এই সমঝোতা চুক্তি হয়। আইইউবিএটি ডিজিটাইজেশনের এটি একটি নতুন মাইলফলক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটি এর রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক এবং ঢাকা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।