সব

ভিশন ফিজিওথেরাপি সেন্টার কতৃক ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th December 2017at 7:21 pm
198 Views

নিজস্ব প্রতিনিধিঃ ভিশন ফিজিওথেরাপি সেন্টার এবং উত্তরা ১৩ নং সেক্টর কল্যান সমিতির যৌথ উদ্যোগে ১৫ ডিসেম্বর ১৩ নং সেক্টর সমিতির পাশে একটি ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয় । উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন ভিশন ফিজিওথেরাপি সেন্টারের কো-অর্ডিনেটর ডাঃ সাইফুল ইসলাম,পিটি । ক্যাম্পটি শুভ উদ্বোধন করেন সেক্টর কল্যান সমিতির সহ-সভাপতি আলহাজ্ব নওয়াব আলী মাস্টার এবং সহ-সভাপতি আলহাজ্ব হারুন-অর- রশিদসহ সেক্টর কল্যান সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ।

ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন ১৩ নং সেক্টর ক্যালন সমিতির সভাপতি ব্রিগেঃ জেনারেল ( অবঃ) মোঃ জাহিদ হোসেন । ফিজিওথেরাপি হেলথ ক্যাম্পটিতে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক রোগীকে ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় ।

ক্যাম্পটিতে ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মনিরুজ্জামান অলিভ (পিটি), ডাঃ রোকসান শিল্পী (পিটি), ডাঃ আনিসুর রহমান (পিটি), ডাঃ বিবেকান্দ সরকার (পিটি) এবং ফিজিও কামরুন্নাহার লতা । ক্যাম্পে উপস্থিত রোগীদের অধিকাংশই ছিলেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং বাত ব্যথাসহ বিভিন্ন ক্রনিক সমস্যার রোগী। ক্যাম্পে আগত রোগীগন এই ধরনের চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন । এই সব সমস্যার চিকিৎসা যে ফিজিওথেরাপি অনেক জানেন না , তারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে আসছেন ।

অনেকে ফিজিওথেরাপি সম্পর্কেও সঠিক জানতেন না , কেউ কেউ মনে করেন ফিজিওথেরাপি মানে যন্ত্রপাতি হিট তাপ ইত্যাদি । ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ পেয়ে তাদের ধারনা পরিবর্তন হয় । সবাই ভিশন ফিজিওথেরাপি সেন্টার এবং ১৩ নং সেক্টর কল্যান সমিতির এই ধরনের উদ্যোগে প্রশংসা করেন ।


সর্বশেষ খবর