সব

ইরানে মদের পার্টি থেকে গ্রেফতার ২৩০

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 24th December 2017at 9:36 am
96 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পুলিশ তেহরানের দুটি শীতকালীন মদ আর নাচের পার্টি থেকে ২৩০ জনকে গ্রেফতার করেছে। এছাড়া দুই পার্টিতে গান গাওয়া দুই গায়ককেও গ্রেফতার ধর্মীয় পুলিশ।

উইন্টার সলস্টিস, অর্থাৎ শীতকালের সবচেয়ে ছোট দিনটিতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। ইরানে এই উৎসব ‘ইয়াল্ডা’ নামে পরিচিত।

তেহরানের ‘নৈতিক পুলিশ বাহিনীর’ প্রধান কর্ণেল জুলফিকার বার্ফার জানিয়েছেন, এই পার্টিতে যাওয়া লোকজন মদ খেয়ে ফুর্তি করছিল।
ইরানে মদ পানের জন্য শাস্তি হিসেবে আশি দোররা মারার বিধান আছে।

তবে সাম্প্রতিক সময়ে দোররা মারার পরিবর্তে জরিমানাই বেশি করা হয়। ইরানে নৈতিক পুলিশের ফার্সি নাম হচ্ছে এরশাদ, অর্থাৎ পথনির্দেশ।

মহিলারা পর্দা মেনে চলছে কিনা সেটা দেখাও এই পুলিশের কাজ।যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আছে দুজন সঙ্গীত শিল্পীও। সেখান থেকে কিছু মদের বোতল এবং মাদকও আটক করা হয়েছে।


সর্বশেষ খবর