সব

পাক-সেনাদের গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 24th December 2017at 9:37 am
96 Views

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে একজন মেজরসহ মোট চার ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার দুপুরে জম্মু-কাশ্মীরের রাজৌরির কেরি সেক্টরে টহলরত ভারতীয় সেনা সদস্যদের ওপর গুলি ছোঁড়ে পাকিস্তানের সেনারা। পরে ভারতের সেনারাও পাল্টা গুলি ছোঁড়ে। দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এসময় ওই চার ভারতীয় সেনা সদস্য গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, পাকিস্তানকে বারবার সতর্ক করার পরও তারা উপত্যকার জনজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুঁড়ছে।

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। তবে বরাবরই এই ধরনের চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে ভারতের পক্ষ থেকে।

চলতি বছর এ পর্যন্ত ৭৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুঁড়েছে পাকিস্তানের সেনা সদস্যরা। কাশ্মিরকে নিয়ে গত দুই বছর যুদ্ধের দামামা লাগিয়ে রেখেছে ভারত-পাকিস্তান। বিবাদমান এই বিষয়টিতে এখনো কোন সমাধানের রাস্তা খুঁজে পায় নি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংগঠনগুলো।

১৯৮০ সাল থেকে জম্মু-কাশ্মির নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও কাশ্মিরিদের মধ্যে সংঘর্ষ এখনও পর্যন্ত চলছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়।


সর্বশেষ খবর