সিরিয়ায় ৭ তুর্কী সেনা নিহত
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 5th February 2018at 6:44 am
FILED AS: আন্তর্জাতিক
38 Views
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সামরিক বাহিনী থেকে বলা হয় সিরিয়ার উত্তরাঞ্চলে সিরিয়ান মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযানে শনিবার তাদের সবচাইতে মারাত্মক ক্ষতি হয়। শনিবার সাত সৈনিক নিহত হন।
আফরিন এলাকায় ৫ সৈনিক প্রাণ হারায় যখন তাদের ট্যাংকের উপর হামলা হয়।
তার আগে একই দিনে দুই সেনা নিহত হন। একজন নিহত হন, যেখানে ট্যাংকের উপর আক্রমণ হয় তারই কাছে। আরেক জন নিহত হন সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্তে।
তুরস্ক বলেছে পাল্টা জবাবে তুর্কী যুদ্ধবিমান, যে এলাকা থেকে তাদের ট্যাংকের উপর আক্রমণ চালানো হয় সেই এলাকায় কুর্দী লক্ষ্যস্থলে হামলা চালায়।