গাজীপুরে আইইউটি’র ভিসির পদত্যাগ
মুহাম্মদ আতিকুর রহমানঃ ছাত্র-শিক্ষক- কর্মচারিদের আন্দোলনের মুখে ওআইসি পরিচালিত গাজীপুরের বোর্ড বাজার এলাকায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর পদত্যাগ করেছেন।
তিনি ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদত্যাগপত্র জমা দেন। আইইউটি’র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আইইউটি’র ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে উপাচার্য মুনাজ আহমেদ নূরের পদত্যাগ দাবি করে আসছিল। সোমবার দুপুরে উপাচার্য মুনাজ আহমেদ নূর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।