সব

গাজীপুরে আইইউটি’র ভিসির পদত্যাগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 5th February 2018at 11:49 pm
42 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ ছাত্র-শিক্ষক- কর্মচারিদের আন্দোলনের মুখে ওআইসি পরিচালিত গাজীপুরের বোর্ড বাজার এলাকায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর পদত্যাগ করেছেন।

তিনি ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদত্যাগপত্র জমা দেন। আইইউটি’র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আইইউটি’র ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে উপাচার্য মুনাজ আহমেদ নূরের পদত্যাগ দাবি করে আসছিল। সোমবার দুপুরে উপাচার্য মুনাজ আহমেদ নূর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।


সর্বশেষ খবর