সব

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে আরো এক জেব্রা শাবকের জন্ম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 5th February 2018at 11:52 pm
39 Views

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা থেকে আনা জেব্রা আরো একটি শাবক জন্ম দিয়েছে। ৪ ফেব্রুয়ারি রবিবার ভোরে এ পার্কের প্রাকৃতিক পরিবেশে ওই শাবকটির জন্ম হয়। এ পার্কে জেব্রা শাবক জন্মের ঘটনা এটি দ্বিতীয়। এর আগে গত বছরের ১৪ মে প্রথম একটি জেব্রা শাবকের জন্ম হয়েছিল। দ্বিতীয় জন্ম নেওয়া এ শাবকটি নিয়ে পার্কের এখন জেব্রার সংখ্যা ১৩টি।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মোঃ আনিসুর রহমান জানান, নতুন জন্ম নেওয়া জেব্রা শাবক ও তার মা সুস্থ আছে।

তিনি বলেন, মূলত ঘাস জেব্রার প্রধান খাবার। জেব্রা ঘাস ছাড়াও লতা-পাতা খায়। তবে মা জেব্রার পুষ্টিগুণের কথা চিন্তা করে খাবারে পরিবর্তন আনা হয়েছে। ঘাসের পাশাপাশি ছোলা, গাজর, ভুট্টা ও ভুষি খেতে দেওয়া হচ্ছে। এখন শাবকটি মায়ের দুধ পান করছে। আনুমানিক এক সপ্তাহ পর থেকে শাবকটি ঘাস খেতে শুরু করবে। ঘাস খেলেও পাশাপাশি প্রায় ৭/৮ মাস বয়স পর্যন্ত শাবকটি তার মায়ের দুধ পান করে থাকে।

তিনি জানান, আফ্রিকা থেকে ২০১৫ সালে এ পার্কে পাঁচটি পুরুষ এবং ছয়টি মাদী জেব্রা আনা হয়। গত বছরের মে মাসে একটি শাবকের জন্ম হয়। নতুন শাবকটি নিয়ে পার্কে জেব্রা পরিবারের মোট সদস্য সংখ্যা হলো ১৩। পুরুষ জেব্রা চার বছরে এবং মাদী জেব্রা তিন বছর বয়সে সাধারণত বয়োপ্রাপ্ত হয়। স্ত্রী জেব্রার গর্ভকালীন সময় সাধারণত ১২-১৩ মাস। প্রাকৃতিকভাবে জেব্রা সাধারণত ২০ বছর মতো বাঁচে। আর সংরক্ষিত
এলাকায় (চিড়িয়াখানা বা সাফারি পার্কে) এদের ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। সংরক্ষিত এলাকায় বেশি বাঁচার কারণ এখানে পর্যপ্ত টেককেয়ার ( খাবার এবং চিকিৎসা) দেওয়া হয়।


সর্বশেষ খবর