খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি ৭ চিকিৎসক
স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। এই চিকিৎসকরা নিয়মিত সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করতেন।
আজ বুধবার সকালে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরাতন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে জেল গেটে যান সাত চিকিৎসক। তবে তাঁদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গে দেখা করেন সাত চিকিৎসক।
চিকিৎসকদের দলে ছিলেন- অধ্যাপক সিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মোহাম্মদ শাহাব উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বাচ্চু, সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম, মোহাম্মদ ফায়াজ হোসেন শুভ ও আনোয়ারুল কাদির বিটু।
পরে জেলগেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চাইলে কারা মহাপরিদর্শক এ বিষয়ে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি এটা আশ্বস্ত করেন যে, প্রয়োজন হলে এই চিকিৎসকদেরই খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষার জন্য ডাকা হবে।’
মোহাম্মদ আব্দুল কুদ্দুস আরো বলেন, যখন একজন মানুষ নির্জন কোথাও মানসিক চাপে থাকেন তখন তাঁর অনেক রকম শারীরিক সমস্যা হতে পারে। সে কারণেই কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা করতে এসেছিলেন তাঁরা। তবে অনুমতি না পেলেও কারা কর্তৃপক্ষকে অনুরোধ করে এসেছেন যে, তাঁরা যেন ভালোভাবে খালেদা জিয়ার দেখভাল করেন।