সব

উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের “গভর্ণিংবডি নির্বাচন”

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 18th February 2018at 12:15 pm
365 Views

ডেস্ক রিপোর্টঃ উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের “গভর্ণিংবডি নির্বাচন”২০১৮- ২০২০ মেয়াদের” । আগামী ২৪ ফেব্রুয়ারী, শনিবার অনুষ্ঠিত হবে। অভিভাবক ক্যাটাগরী সদস্য পদে, চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধীতা করছেন উক্ত কলেজের অভিভাবক সদস্য, কামার পাড়া ভাটুলিয়া দাখিল মাদরাসা [তুরাগ] এর প্রতিষ্ঠাতা সভাপতি, কামার পাড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আঃ বারিক মিয়া। তিনি সকলের দোয়া চেয়েছেন।।


সর্বশেষ খবর