সব

৬৬ যাত্রী নিয়ে ইরানে বিমান বিধ্বস্ত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 18th February 2018at 6:28 pm
91 Views

আন্তর্জাতিক ডেস্কঃ কমপক্ষে ৬৬ জন যাত্রী নিয়ে ইরানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে তেহরানের ইয়াসুজ শহরে ল্যান্ড করার সময় পাহাড়ের সাথে বিমানটি বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

বিধ্বস্ত হওয়া অভ্যন্তরীণ এই ফ্লাইটের বিমানটির নাম অঞজ ৭২ । ৬ জন ইয়ার হোস্টেজসহ মোট ৬৬ জন যাত্রী ছিল প্লেনটিতে। যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুই ইঞ্জিন বিশিষ্ট অঞজ ৭২ প্লেনটি সকাল ৫টা ৫০মিনিটে মেহরাবাদ ইয়ারপোর্ট থেকে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। বিমান চালু হওয়ার ঠিক ২০ মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্লেনটিকে দেখে মনে হচ্ছিল এটা ইমার্জেন্সি কোন সমতল ভূমিতে ল্যান্ডিং করতে চাচ্ছে। তারপর হঠাৎ করে ডেনা পাহাড়ে ওপর এটি আছড়ে পড়ে।

প্লেনটি ইরানের পাহাড়ি শহর সেমিরমের কাছাকাছি বিধ্বস্ত হয় বলে এক মুখপাত্র মোজতবা খালিদির বরাত দিয়ে জানায় নিউজ এজেন্সি আইএসএনএ (ওঝঘঅ)।

দুর্ঘটনাস্থলটি পাহাড়ি ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালাতে বিলম্ব হচ্ছে। কোন প্রকার গাড়ি দুর্ঘনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব নয়। যার কারণে উদ্ধারকর্মী হেলিকপ্টারে যাওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ইরানের অঞজ ৭২ বিমানটি প্রায় ২০ বছরের পুরাতন। এবং এর ধারণ ক্ষমতা ৭০ জন যাত্রী।


সর্বশেষ খবর