সব

আইইউবিএটিতে প্রফেশনাল ট্রেনিং বিষয়ক সেমিনার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 19th February 2018at 12:53 pm
109 Views

নিজস্ব প্রতিবেদকঃ ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি এর কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর উদ্যোগে গত ১৫ই ফেব্রুয়ারি প্রফেশনাল ট্রেনিং ও স্কিল ডেভলপমেন্ট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আইইউবিএটি ও আই এস এস এল এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রফেশনাল ট্রেনিং এর উপর গুরুত্ব আরোপ করেন। সেমিনার শেষে ৩০ জন গ্র্যাজুয়েটকে প্রাথমিকভাবে ট্রেনিং এর জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল ড. মোঃ জাহিদ হোসেন (অবঃ),কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন ড. মোঃ তারেক আজিজ, কো-অর্ডিনেটর কাজী খালেদ সামস চিশতি, আবদুল্লাহ আল ইউসুফ খান, অনুষ্ঠান আয়োজক দোস্ত মোঃ সামসুজ্জামান (রনিক) ও আইএসএসএল এর পরিচালক মোঃ মুসফিক উস সালেহিনসহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর প্রভাষক শেখ সাব্বির আহমেদ ওয়ালিউল্লাহ।


সর্বশেষ খবর