সব

নড়াইলে দুই দিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 19th February 2018at 12:57 pm
104 Views

উজ্জ্বল রায়ঃ নড়াইলে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। আর এ উপলক্ষে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের মহাপরিচালক প্রশাসন ও প্রকল্প পরিচালক
কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, চ্যানেল নাইন এর ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে । মানুষ এখন ঘরে বসে স্বল্প খরচে বিভিন্ন পরীক্ষা, চাকুরির আবেদন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য জানতে পারছে। এখন আর মানুষকে সরকারি-বেসরকারি অফিসে গিয়ে কোনো কাগজের জন্য ঘুষ দিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। প্রতিষ্ঠানগুলো অনলাইন হওয়ায় ঘরে বসে সকল তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক স্টল রয়েছে।


সর্বশেষ খবর