ফাকা মাঠে গোল দিতে চায় সরকারঃ ফখরুল
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 19th February 2018at 11:33 pm
FILED AS: বাংলাদেশ
152 Views
স্টাফ রিপোর্টারঃ খালেদা জিয়াকে বাইরে রেখে সরকার আসন্ন নির্বাচনে ফাকা মাঠে গোল দিতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনাদের এতো আশঙ্কা কেন? এতো ভয় কেন? উনি নির্বাচন করতে না পারলে আপনাদের যে সুবিধা হয় সেটা আমরা ভালো করেই বুঝি।
প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে পরিষ্কার খালেদা জিয়াকে বাইরে রেখে তারা আবারো ফাকা মাঠে গোল দেয়ার মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটাই বাস্তবতা।