আই্ইউবিএটিতে ১৩তম ইন্টারন্যাশনাল নলেজ গ্লোবালাইজেশন কনফারেন্স
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আই্ইউবিএটি) ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউএসএ’র নলেজ গ্লোবালাইজেন ইনস্ট্রি্টিউশন ও সাফোক ইউনির্ভাসিটির উদ্দ্যোগে টেকশই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সাফল্য ও অন্তরায় – শীর্ষক ১৩তম ইন্টারন্যাশনাল নলেজ গ্লোবালাইজেশন কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হবে আইইউবিএটিতে ২৩ থেকে ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত। সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠিত হবে ২৩শে ফেব্রুয়ারী ঢাকার ওয়েস্টিন হোটেলে। প্রধান অতিথি হিসেবে উপষ্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন।
মুখ্য আলোক হিসেবে উপস্থিত থাকবেন ইউএসএ‘র সাফোক ইউনিভার্সিটি‘র ইকোনোমিক্স এর অধ্যাপক ড. জন হিউটন ও কানাডার সায়মন ফ্রেজার ইউনিভার্সিটি’র পাবলিক পলিসি অধ্যাপক ড. জন রিচার্ড। উদ্ভোধনী ভাষণ প্রদান করবেন বিশিষ্ঠ অধ্যাপক ও আয়োজক কমিটির চেয়ারম্যান ড. কে এম সুলতানুল আজিজ। স্বাগত বক্তব্য রাখবেন আইইউবিএটির উপাচার্য ও কনফারেন্স আহবায়ক অধ্যাপক ড. আব্দুর রব। এছাড়া বক্তব্য রাখবেন নলেজ গ্লোবালাইজেশন ইনস্ট্রি্টিউট এর প্রেসিডেন্ট ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মওদুদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও কনফারেন্স কো-কনভেনর অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।