সব

কোটালীপাড়া হাসপাতালের ছাদ ধ্বসে ভর্তি রুগি সহ আহত ৩

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 22nd February 2018at 9:59 pm
107 Views

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধ্বসে ভর্তি রুগিসহ আহত হয়েছেন ৩ জন। গত ২২ ফেব্রুয়ারী দুপুরে ঘটনাটি ঘটে। এ ঘটনার পরে আতঙ্কে রয়েছেন অন্যান্য ভর্তি রুগি সহ স্বজনেরা। ৬০ দশকের এ ভবনটি জরাজীর্ন অবস্থা দীর্ঘদিনের।
ভবনটি জরাজীর্ন হওয়ায় উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ বার বার উর্ধতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুফল মেলেনি। ঐ অবস্থাতেই পূরাতন
ভবনটিতে পুরুষ ও মহিলা ওয়ার্ডে রুগিদের রাখা হচ্ছে।

এ রকম ছাদ ধ্বসে পড়ার ঘটনা দীর্ঘদিন যাবৎ ই ঘটে আসছে। যাহা গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার স্বাস্থ্য মহাপরিচালক, সিভিল সার্জন গোপালগঞ্জ
সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ঘুরে ঘুরে দেখেন। এ পর্যন্ত ভর্তি রোগীদের রাখার কোন সু-ব্যবস্থা হয়নি। আজ হঠাৎ করে দুপুরে ভবনের ছাদের সুরকি-সিমেন্ট খসে পড়ে আহত হন, ভর্তি রুগি দেবগ্রামের সিদ্দিক শেখ, তাকে দেখতে আসা মেয়ে সেনারগাতী গ্রামের হারুন শেখের স্ত্রী জেসমিন বেগম সহ অন্য এক রুগীর স্বজন। এ ব্যাপারে এলাকার বিজ্ঞ মহল দাবি করে সাংবাদিকদের বলেন-ছাদ খসে পড়ে যদি বড় ধরনের দূর্ঘটনা ঘটে, তার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকেই দায়ী থাকতে হবে।

তারা দাবি করে আরও বলেন- পুরাতন ভবন থেকে পাশের নতুন ভবনে ভর্তি রোগীদের স্থানন্তরের ব্যবস্থা করা হোক। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডলের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন- ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে  জানিয়েছি। এছাড়াও এই ভবনটি দীর্ঘদিন যাবৎ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, তাও আমি উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়ে আসছি।


সর্বশেষ খবর