সব

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 25th February 2018at 4:58 pm
114 Views

স্টাফ রিপোর্টারঃ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ৫ দফা দাবিতে এই আন্দোলন পালন হচ্ছে।

আজ (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চাকরিপ্রত্যাশীদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- কোটা শতকরা ৫৬ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই সব পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

আন্দোলনের একজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহিদুল আনোয়ার বলেন, “পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। আমাদের মাইক কেড়ে নিয়েছে।”

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শাহবাগ মোড়ে অবস্থান না করে শহীদ মিনারে গিয়ে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়।


সর্বশেষ খবর