বলিউড অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন
ডেস্ক রিপোর্টঃ বলিউড অভিনেত্রী শ্রীদেবী কাপুর মারা গেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ে পারিবারিক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ভারতীয় চলচ্চিত্রের এই সুপারস্টার অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
চারবছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়লাম, কান্নাডা আর হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেত্রীর একজন বলে তাকে মনে করা হতো, যারা নায়ক সহকর্মীর সহায়তা ছাড়াই ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে পারবেন।
মৃত্যুর সময় তার স্বামী বনি কাপুর আর মেয়ে খুশী তার সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে। ২০১৩ সালে তাকে পদ্ম শ্রী সম্মাননা প্রদান করে ভারতের সরকার।